চুয়াডাঙ্গায় দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার

- আপডেট সময় : ০৪:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গায় দুর্ঘটনাকবলিত একটি কাভার্ডভ্যান থেকে ৭৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। রবিবার (৩১শে মার্চ ২০২৪) সকালে শহরের সিঅ্যান্ডবি পাড়া থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
পুলিশ জানায়,চুয়াডাঙ্গা সদর থানার এসআই মেফাউল হাসান বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে জানতে পারেন যে, চুয়াডাঙ্গা পৌরসভাধীন সিঅ্যান্ডবি পাড়াস্থ সড়ক ভবনের সামনে একটা গাড়ি অবৈধ মাদকদ্রব্য পরিবহনের সময় দুর্ঘটনায় পতিত হয়েছে। ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি হলুদ- নীল রংয়ের ছোট কাভার্ডভ্যান পড়ে থাকতে দেখেন। পুলিশ গাড়িটি হেফাজতে নিয়ে গাড়ির বডির সামনের অংশে আলাদা চেম্বারে অনেকগুলো বস্তা দেখতে পায়। বস্তাগুলো খুলে দেখা যায় বস্তার ভেতরে বিপুল পরিমাণ ফেন্সিডিল রয়েছে। এসময় পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের নির্দেশে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান ও চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলীসহ উপস্থিত সকলের সম্মুখে বস্তা খুলে জব্দ করা হয় ৭৭০ বোতল ফেন্সিডিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।