মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার তাপমাত্রা পারদ আবারো বাড়তে শুরু করেছে। আজ শুক্রবার (১৭ মে) চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৮ শতাংশ। তাপমাত্রার সাথে ভ্যাপসা গরম বাড়ায় জনজীবনে অস্বস্তি নেমে এসেছে।চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানাযায়, গত ৭ দিন চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রীর মধ্যে উঠা নামা করছিল। এরপর গত ১৪ মে মঙ্গলবার থেকে তাপমাত্রার পারদ আবারো বাড়তে শুরু করে।চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জৈষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, গত ১৪ মে মঙ্গলবার দুপুর ৩ টায় চুয়াডাঙ্গা তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রী সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল ৪৬ শতাংশ, ১৫ মে বুধবার দুপুর ৩ টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রী সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল ৪৬ শতাংশ, ১৬ মে বৃহস্পতিবার দুপুর ৩ টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল ৪৬ শতাংশ। সবশেষ শুক্রবার (১৭ মে) দুপুর ৩ টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিলো ৪৭ শতাংশ।তিনি আরও জানান, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি লাগছে।চলতি গ্রীষ্ম মৌসুমের শুরু থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়ে আসছে এই জেলায়। চলতি মৌসুমে গত ৩০ এপ্রিল মঙ্গলবার দুপুর ৩ টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.