চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয় শিশু নিহত

- আপডেট সময় : ০২:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :-চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুরে মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সামিউল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩ জুন) সকাল ১০টার দিকে কেশবপুর এ দুর্ঘটনা ঘটে।নিহত সামিউল ইসলাম উপজেলার হারদি ইউনিয়নের কেশবপুর গ্রামের মাঠপাড়ার আইনাল হকের ছেলে।আলমডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, শিশু সামিউল খেলছিল। এসময় মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই শিশু সামিউল ইসলাম নিহত হয়। আমরা ঘটনাস্থলে আছি। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।আলমডাঙ্গার কেশবপুর গ্রামে কিছু প্রভাবশালীরা অবৈধভাবে মাটি কাটছিল। ছিলনা কোন অনুমোদন। এই মাটিবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
স্থানীয়রা বলছেন, প্রশাসনকে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিছু প্রভাবশালীরা অবৈধভাবে মাটি কাটছেন। কোন পদক্ষেপই নেইনা প্রশাসন।স্থানীয় ইউপি সদস্য মুনছুর আলী সাংবাদিকদের বলেন, ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে।মাটিকাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা মাছের একটি প্রজেক্টের জন্য মাটি কাটছিলাম। কোন অনুমোদন আছে কিনা জানতে চাইলে বলেন, কোন অনুমোদন ছিলনা। এখন ব্যস্ত আছি পরে বিস্তারিত বলব বলে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।