মোঃ জুয়েল মিয়া,গাজীপুর প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার দর্শনা বোয়াল মারি পাড়ায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে মেহেদি হাসান ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় তার মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় জহিরুল আক্তার, সামছুল এবং আরও কয়েকজন।
ঘটনার পর মেহেদি হাসান ভুক্তভোগী হিসেবে মামলা করলে আদালত দর্শনা থানায় তদন্তের দায়িত্ব প্রদান করে। তদন্তভার গ্রহণ করে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুপ দাস প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পান। পরে তিনি আদালতে চার্জশিট দাখিল করেন।
এলাকাবাসী ওসি অনুপ দাসের এই পদক্ষেপের প্রশংসা জানিয়ে বলেন, দেশের সব পুলিশ সদস্য যদি সত্যকে প্রকাশ করে দায়িত্ব পালন করেন, তবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.