*চুয়াডাঙ্গায় কোটি টাকার স্বর্ণেরবার সহ নারী পাচারকারী আটক*
মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্ত থেকে ১১৩ ভরি ওজনের ১১টি স্বর্ণের বারসহ তাছলিমা খাতুন (২৫) নামে এক নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি। সীমান্তের ছয়ঘরিয়া গ্রামে একটি ইজিবাইক তল্লাশী করে সেখান থেকে তাছলিমাকে আটক করা হয়। তাছলিমা খাতুন পাশের কামারপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে। চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান রবিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন।বিজিবি পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে ছয়ঘরিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যাটারিচালিত একটি ইজিবাইক কয়েকজন যাত্রী নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিলো। পথে বিজিবি সদস্যরা ছয়ঘরিয়া গ্রামে ইজিবাইক তল্লাশী করেন। তল্লাশী চলাকালে ইজিবাইকে অবস্থানরত তাছলিনা খাতুন তার কোমরে লুকানো ১১৩.১৬ ভরি ওজনের ১১টি স্বর্ণের বার বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করে।তিনি আরও জানান, আটক স্বর্ণের আনুনানিক বাজারমূল্য এক কোটি ৩০ লাখ টাকা। আটক নারী পাচারকারীকে দর্শনা থানার হস্তান্তরসহ বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হরেছে। এছাড়া জন্দকরা স্বর্ণের বারগুলো চুরাডাঙ্গা ট্রেজারি অফিসে জন্য দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.