চুয়াডাঙ্গায় কাঁচা ঝালের কেজি ৩২০ টাকা দিশেহারা ক্রেতা
- আপডেট সময় : ১১:১৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-নেহালপুর ইউনিয়নের বাজার গুলোতে গতকাল শুক্রবার আজ শনিবার হিজল গাড়ী বাজারে কাঁচা ঝাল ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। হঠাৎ ঝালের দাম বৃদ্ধি পাওয়াতে দিশেহারা হয়ে পড়ছে ক্রেতাগণ। বিশেষ করে খেটে খাওয়া সাধারণ মানুষ।সরেজমিনে বাজারে গিয়ে দেখা যায়, কাঁচা ঝালের পোয়া ৮০ টাকা করে বিক্রি হচ্ছে। কৃষ্ণপুর বটতলার বাজারের তরকারি ব্যবসায়ী মোঃ হাকিম আলী বলেন, গত কয়েক হাটে আমরা কাঁচা ঝাল ২২০-২৫০ টাকা কেজিতে বিক্রি করছি আবহাওয়া একটু খারাপ হওয়ার জন্য ঝাল বাজারে উঠছে কম তাই আমরা বেশি দামে কিনছি ফলে আজ দাম বেশি।আরেক ব্যবসায়ী মানিক আলী বলেন, পাইকারী বাজার থেকে আমরা যেমন কিনি খুচরা ১০-১৫ টাকা বেশি বেচি। আমাদের কি করার পাইকারি বাজার দেখেন।বাজারে কাঁচা ঝাল কিনতে আসা সকলেই বলেন, যেখানে পোল্ট্রি মুরগির কেজি ১৬০-১৭০ টাকা সেখানে কিভাবে ঝালের দাম ৩২০ টাকা হয়। এটা আমাদের মত সাধারণ মানুষের জন্য জুলুম। তবে এভাবে মরিচের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়া সত্যি হতাশার, নিয়মিত বাজার মনিটরিং করে অচিরেই এই সমস্যার সমাধান করে সাধারণ খেটে খাওয়া মানুষের মুখে ফোটাবে এই আশা এখন ইউনিয়নের সকলের।


























