চুয়াডাঙ্গায় ওভারপাস নির্মাণে ভোগান্তির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

- আপডেট সময় : ০৩:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ২০ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গা শহরের রেলবাজার এলাকায় ওভারপাস নির্মাণকাজের কারণে যাতায়াত ও ব্যবসায়িক কার্যক্রমে চরম ভোগান্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে রেলবাজার রোডে এ কর্মসূচি পালন করে রেলবাজার ব্যবসায়ী সমিতি।মানববন্ধনে বক্তারা বলেন, ওভারপাস ও সড়ক সম্প্রসারণ প্রকল্পের কারণে এলাকায় দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ব্যবসা-বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এলাকাটি এখন শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বারবার প্রশাসন ও সড়ক বিভাগকে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।তারা অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদান, বিকল্প রাস্তা নির্মাণ এবং পুনর্বাসনের দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সাধারণ সম্পাদক সুমন পারভেজ খান, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পল্টু, জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব জোয়ার্দ্দার রিংকু, জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব ও রেলবাজার ব্যবসায়ী সমিতির নেতা সামিউল ইসলাম অপু প্রমুখ।