চুয়াডাঙ্গায় এসেছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব

- আপডেট সময় : ১০:৪১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গায় এসেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অবঃ)।
আজ সোমবার চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধিসহ সার্বিক বিষয়ে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি থাকবেন।
বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় শেষে তিনি গণমাধ্যমের সাথে ব্রিফিং করবেন। সফরসূচি সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতেই তিনি চুয়াডাঙ্গা সার্কিট হাউজে এসেছেন।
আজ সোমবার চুয়াডাঙ্গায় সভা শেষে বিকেলেই তিনি ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হবেন। মঙ্গলবার তিনি সাতক্ষীরায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।