চুয়াডাঙ্গায় আ.লীগ নেতা ও সাংবাদিকসহ ৫৬ জনের নামে মামলা

- আপডেট সময় : ০৮:৫৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ৭২ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ ৫৬ জনের নাম উল্লেখ করে ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ মামলায় দুই সাংবাদিককেও আসামী করা হয়েছে। তারা হলেন, যুবলীগ নেতা কামরুজ্জামান চাঁদ ও সোহেল সজীব। গতকাল রবিবার চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনিপাড়ার মৃত খাজেম উদ্দীনের ছেলে শাহাবুদ্দীন আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কোর্ট মোড়, কাঠপট্টি এলাকায় জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছিলো। শান্তিপূর্ণ ওই কর্মসূচীতে নাশকতা চালিয়ে নস্যাৎ করার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র রাম দা, হাতকুড়াল, হকিষ্টিক ও ককটেল দিয়ে ছাত্র-ছাত্রীদের শান্তিপূর্ণ কর্মসূচীর উপর হামলা চালায়। রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের নির্দেশে অনান্য আসামীরা নিরীহ ছাত্র-ছাত্রীদের ওপর হামলে পড়ে। আসামীরা তাদের হাতে থাকা রাম দা, হাতকুড়াল, হকিষ্টিক দিয়া নিরীহ ছাত্র-ছাত্রীদের এলোপাতাড়ী কোপাইয়া ও মারপিট করে গুরুতর জখম করে। মামলার ৭নং আসামী রাশিদুল ইসলাম মিঠুর নির্দেশে ৩-৬ নং আসামীরা বৈষম্য বিরোধী সাধারণ ছাত্র-ছাত্রীদের প্রাণ নাশের উদ্দেশ্যেককটেল বিস্ফোরন করে নিরীহ ছাত্র-ছাত্রীদেরকে ছত্রভঙ্গ করে দেয়। ককটেল বিস্ফোরনের আলামত কসটেপ, টিনের কোটা, মারবেল, জালের কাঠি ঘটনাস্থলে পড়িয়া থাকিলেও স্বৈরাশাসকের অভুত্থানের কারণে আইন শৃঙ্খলা অবনতি থাকায় এজাহারকারীর পক্ষে সংগ্রহ করা সম্ভব হয়নি। এজাহারে বলা হয়েছে, আসামীদের এহেন কর্মকান্ড ফেসবুকসহ বিভিন্ন আইডিতে ভাইরাল হয়েছে।
ওই মামলার আসামীরা হলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর এলাকার আরামপাড়ার সিরাজুল হকের ছেলে রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন (৬০), জেলা যুবলীগের সদস্য পৌর এলাকার জীবননগর বাসষ্ট্যান্ডপাড়ার মৃত ছাদার হোসেনের ছেলে আলমগীর আজম খোকা (৪৫), জেলা যুবলীগের সদস্য পৌর এলাকার কেদারগঞ্জপাড়ার মৃত দরুদ কসাইয়ের ছেলে শরিফ হোসেন দুদু (৪৫), শান্তি পাড়ার ইউসুফ বাঙ্গালের ছেলে ইমদাদুল হক আকাশ (২৬), নুরনগর কলোনীপাড়ার আব্দুল ওহাবের ছেলে মোমিন, একই এলাকার রবিউল ইসলামের ছেলে হালিম, মসলেম বাকীর ছেলে রশিদুল ইসলাম মিঠু (২৭), জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পৌর এলাকার আরামপাড়ার মোমিন জোয়ার্দ্দারের ছেলে অনিক জোয়ার্দ্দার (৩৫), জীবননগর বাসষ্ট্যান্ডপাড়ার বকুল কানার ছেলে সাকিল (২৫), শান্তিপাড়ার রুহুল আমিনের ছেলে সুমন (২৫), একই এলাকার লালন শেখের ছেলে নাবিল হোসেন (২৬), ফার্মপাড়ার মেছো আলীর ছেলে সাদিক, সবুজপাড়ার শহিদুলের ছেলে আনোয়ার (৩২), মহিলা কলেজপাড়ার ইমরান (২৫), জীবননগর বাসষ্ট্যান্ডপাড়ার জুম্মন মিয়ার ছেলে খোকন (৪০), একই এলাকার বাবুলের ছেলে রুবেল (৩৫), সাদেক আলি মল্লিকপাড়ার মৃত তৈয়ব মিয়ার ছেলে জুয়েল (বাটুল) (৪৫), সবুজপাড়ার রমজানের ছেলে খান জাহান (৩০), সিনেমা হল পাড়া বাগান পট্টি (কাঠপট্টি) এলাকার বাদল (৪২), দামুড়হুদার ফকিরপাড়ার কদরের ছেলে রানা (৪০), দামুড়হুদার উজিরপুর গ্রামের আকবার আলীর ছেলে ইকরামুল (৪০), গুলশান পাড়ার মৃত মানজেদের ছেলে ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ (২৮), একই এলাকার মৃত সুন্নার ছেলে গালিব (৪০), সিনেমা হল পাড়ার সাইদুরের ছেলে বাধন (৩৫), বাগানপাড়ার সোলেমানের ছেলে সুইট (৩৫), ফার্মপাড়ার জনি, চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পৌর এলাকার আরামপাড়ার আব্দুল হান্নানের ছেলে চ্যানেল এস এর প্রতিনিধি কামরুজ্জামান (চাঁদ) (৪০), কেদারগঞ্জপাড়ার গিয়াসের ছেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা ফরিদ (৪৫), একই এলাকার জাহাঙ্গীর (৩৫), মুক্তিপাড়ার আব্দুল লতিফের ছেলে রাজু কানা (৩০), মাঝেরপাড়ার রিগান (৩০), সিনেমাহল পাড়ার বালা বিহারীর ছেলে জনি (৩৮), দৌলতদিয়াড়ের রতন (৩০), হাটকালুগঞ্জের মুন্না (২৬), জোয়ার্দ্দার পাড়ার আসলাম ড্রাইভারের ছেলে রাসেল কানা (৩৩), বাগানপাড়ার শ্যাকড়াতলা মোড় এলাকার অনু মিস্ত্রির ছেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা তাপু (৩০), সাবেক পৌর মেয়র ও কেদারগঞ্জ পাড়ার ওবাইদুর রহমান চৌধুরী জিপু (২৭), মুক্তিপাড়ার জাহাঙ্গীরের ছেলে ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকী (৩২), সিনেমা হল পাড়ার সাইদুরের ছেলে জয় (২২), একই এলাকার শাহাজান মহুরির ছেলে আনন্দ টিভির প্রতিনিধি সোহেল (৩৫), বাগানপাড়ার জয়নালের ছেলে চঞ্চল (৩৯), মাঝেরপাড়ার সিরাজ ভেন্ডারের ছেলে সাঈদ (৩৮), আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা কাচিকাটা গ্রামের আব্দার হোসেন ওরফে দুলালের ছেলে আকরাম (৪২), জোয়ার্দ্দার পাড়ার (কানা রাসেলের চাচাতো ভাই) শাকিব, ঠাকুরপুর গ্রামের কাবিলের ছেলে আনিস (৩০), সাতগাড়ী গ্রামের বিশারতের ছেলে খালিদ (৩৩), চুয়াডাঙ্গা শহরের কবরী রোড়ের অভি জোয়ার্দ্দার (২৫), পোস্ট অফিসপাড়ার রতনের ছেলে দিশান (২৫), শেখপাড়ার পেদুর ছেলে বাপ্পী (২৭), মাঝেরপাড়ার আব্দুল হকের ছেলে রিংকু (২৫), নন্টুর ছেলে মানিক (২৭), একই এলাকার ফিরোজ (২৭), মাঝেরপাড়ার আব্দুর রহমান বর্তমান-চুয়াডাঙ্গা জুডিসিয়ালম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত, সিঅ্যান্ডবি পাড়ার বিপ্লব (৩৫), কেদারগঞ্জ পাড়ার আফছারের ছেলে মিলন (৪২), একই এলাকার হাফিজ (৪২) সহ অজ্ঞাতনামা ৫০/৬০ জন।
মামলার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার কোলনি পাড়ার মৃত. খাজেম উদ্দীনের ছেলে শাহাবুদ্দীন আহম্মেদ বাদী হয়ে সদর থনায় একটি মামলাটি দায়ের করেছেন। ওই মামলাতে মোট ৫৬ জনের নাম উল্লেখসহ ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি