চীনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় গৌরবের ঐতিহ্যের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্ত উৎসব

- আপডেট সময় : ০৮:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

দেবহাটা উপজেলা ৩ নং সখিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে অবস্থিত চিনিডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় এর বর্তমান, সাবেক প্রধান শিক্ষক ও জমি দাতাদের সংবর্ধনা এবং গৌরবের ঐতিহ্যের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উৎসব।
৩রা এপ্রিল রোজ বৃহস্পতিবার আহবায়ক খন্দকার আকবর আলি, যুগ্ন আহবায় মোনাজাত আলী গাজী, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও মকবুল হোসেনের সঞ্চালনায় সকাল ৮ টা হতে সারাদিনব্যাপী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম চেয়ারম্যান ৩ নং সখিপুর ইউনিয়ন পরিষদ, মোকলেসুর রহমান মুকুল জাতীয়তাবাদী দল বিএনপি, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুদ্দিন ময়না ৩ নং সখিপুর ইউনিয়ন পরিষদ, প্রাক্তন হেডমাস্টার নজরুল ইসলাম চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাঃ নজরুল ইসলাম ইউপি সদস্য ৭ নং ওয়ার্ড, আসাদুজ্জামান বিশেষ্য ব্যবসায়ী ও সমাজসেবক, বাবুল আক্তার বিশিষ্ট সমাজসেবক, ডাঃ মীর মাহফুজুর রহমান , ডাঃ আশরাফুজ্জামান, সাইফুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ব্যবসায়ী, প্রফেসর আবু জাফর বিশিষ্ট ব্যবসায়ী, খাইরুল আলম সভাপতি দেবহাটা প্রেসক্লাব, হাফেজ জিএম আব্বাস উদ্দিন সাবেক সেক্রেটারি ও কার্যনির্বাহী সদস্য ভোমরা স্থল বন্দর প্রেসক্লাব. আব্দুল্লাহ আল মামুন সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, শহিদুল ইসলাম সাবেক সভাপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাজান আলী সাবেক সভাপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল গফফার সাবেক ইউপি সদস্য ৭ নং ওয়ার্ড. ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে সাবেক প্রধান শিক্ষক ও জমি দাতাগনের হাতে কর্তৃপক্ষ কেরেস দিয়ে সম্মানিত করেন। অনুষ্ঠানের শেষে বিভিন্ন খেলাধুলার পুরস্কার বিতরণী করা হয়। উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ সাধারণ জনগণ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন রিজমা ও মাসুম বিল্লাহ প্রাক্তন ছাত্র উক্ত বিদ্যালয়।