চিত্রা নদী পুনঃখননকাজের সূচনা: খাজুরাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে
- আপডেট সময় : ০৮:০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি,যশোরঃ
যশোরের খাজুরা এলাকায় শুরু হয়েছে চিত্রা নদী পুনঃখনন প্রকল্পের কাজ। দীর্ঘদিনের অবহেলা, পলি জমা ও নাব্য সংকটের কারণে অকার্যকর হয়ে পড়া এ নদী পুনরুদ্ধারে স্থানীয়দের দাবি ছিল বহু বছরের। অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হলো।গতকাল থেকে পুনঃখননের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। চিত্রা দক্ষিণ–পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী। কিন্তু দীর্ঘ সময় খনন না হওয়ায় শুকনো মৌসুমে নদীর অধিকাংশ অংশ ভরাট হয়ে পড়ে। এর প্রভাব পড়ে কৃষি, মৎস সম্পদ, পরিবেশ ও স্থানীয় মানুষের জীবনে। বিশেষ করে বর্ষার বাইরে নদীতে পানি প্রবাহ না থাকায় আশপাশের বিস্তীর্ণ এলাকায় দেখা দিত সেচ সংকট ও জলাবদ্ধতা।পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত এ পুনঃখনন প্রকল্পের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, খনন সম্পন্ন হলে সারা বছর নদীতে পানি থাকবে, কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতা কমে আসবে। পাশাপাশি মাছের প্রাকৃতিক প্রজনন বাড়বে এবং আশপাশের পরিবেশও পুনর্জীবিত হবে।স্থানীয়দের অনুভূতিও ছিল একেবারেই আবেগঘন। স্থানীয় একাধিক যুবক বলেন, “ছোটবেলা থেকেই শুনে আসছি—একদিন চিত্রা নদী খনন হবে। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। গতকাল উদ্বোধনী দিনে নদীর দুই তীরে ছিল সাধারণ মানুষের উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ।চিত্রা নদী তার পুরোনো সৌন্দর্য ও প্রাণ ফিরে পাক—এটাই এখন খাজুরা এলাকার মানুষের প্রত্যাশা।




















