নাহিন, নীলফামারী: নীলফামারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাত গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন আবুল হোসেন (৬৪) নামের আহত ওই বৃদ্ধ।
শনিবার (৬জুলাই) ভোর সাড়ে ৫টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
শনিবার(৬ জুলাই) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম।
আহত আবুল হোসেন নীলফামারী সদরে কানাইকাটা তেঁতুলতলা ঘুন্টিরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব। তিনি সদর লক্ষ্মীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা গ্রামের মালুটারি এলাকার মৃত মফিজ উদ্দিন ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ে সাইকেলযোগে কানাইকাটা তেঁতুলতলা ঘুন্টিরপাড়ে মক্তবে পড়াতে যান আবুল হোসেন। পথে হরতকিতলা পল্লী বিদ্যুৎ অফিসের কাছে পৌঁছালে দুর্বৃত্তদের ধারালো ছুরিকাঘাতে গুরুত্বর জখম হন তিনি। স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় আজ শনিবার (৬ জুলাই) তাঁর মৃত্যু হয়।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বলেন, “লাশ ময়না তদন্তের জন্য আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি দ্রুত হত্যার রহস্য উন্মোচনসহ জড়িত ব্যাক্তি বা ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে”।
প্রসঙ্গত: গত সোমবার (১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত গুরুতর আহত হয়েছিলেন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থার তাঁর মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.