চিকিৎসকের ভুলে শিশু কণ্যা সূচনা প্রায় মৃত

- আপডেট সময় : ০৮:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে

মুসফিকুর রহমান কাজল, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:-
ঝিনাইদহের বিশিষ্ঠ ব্যবসায়ী চঞ্চল মিয়ার ছোট মেয়ে সুচনা (১৫) গত ২৬/০৪/২০২৪ তারিখে অসুস্থ জনিত কারণে ঝিনাইদহ ইসলামী হাসপাতালে ডা:মোজাম্মেল হোসেনের তত্ত্বাবধানে ভর্তি হলে,তিনি সুচনাকে বিভিন্ন পরীক্ষা-নিক্ষার পর জরুরী ভিত্তিতে এপেন্ডিস অপারেশন করেন !
কিন্তু ডাক্তার সাহেব ভুল অপারেশন করায় রোগির আর জ্ঞান ফেরেনি এবং খিচুনি শুরু হওয়া সহ কোমায় চলে যায় অবস্থা বেগতির দেখে ২৮/০৪/২০২৪ইং সুচনাকে প্রথমে ঢাকা নিউরো সাইন্স হাসপাতাল, পরে ইবনে সিনা হাসপাতাল ঢাকা, প্রখ্যাত নিউরোলজিস্ট ডা: আব্দুল হাই সাহেবের তত্ত্বাবধনে চিকিৎসাধীন আছেন বর্তমানে আমাদের মেয়ে সুচনা জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে লাইফ সার্পোট আই সি U তে !
তাই সুচনার মা ও বাবা চঞ্চল সহ আমরা সকলের কাছে দোয়া চাচ্ছি আপনারা সবাই আমাদের আম্মাজান সুচনার জন্য দোয়া করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন সূচনাকে সুস্থতা দান করেন।
পাশাপাশি ডা:মোজাম্মেল হকের মত অর্থ লোভী দায়িত্ব জ্ঞানহীন চিকিৎসক দের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়েছেন সূচনার বাবা মা ।