চাঞ্চল্যকর অপহরণ পলাতক আসামী গ্রেফতার: ভিকটিম উদ্ধার

- আপডেট সময় : ১১:২৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় চাঞ্চল্যকর নাবালিকা অপহরণ মামলায় পলাতক অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় অপহৃত ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩, সিপিসি-২ ও নীলফামারী ও নবীনগর, র্যাব-৪ কর্তৃক ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শ্রীপুর এলাকা হতে অভিযুক্ত পলাতক মোঃ সজিব ইসলাম (২৯) কে গ্রেফতার করে এবং অপহৃত ওই নাবালিকা ভিকটিম কে উদ্ধার করে।
বৃহস্পতিবার(১০ এপ্রিল) সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী।
গ্রেফতারকৃত সজিব, ডিমলা উপজেলার উত্তর তিতপাড়া এলাকার আব্দুল লতিফ এর ছেলে।
গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত: বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে র্যাব।
মামলার আরজি সুত্রে জানা যায়,
গ্রেফতারকৃত অভিযুক্ত সজিব এবং তার সহযোগী অজ্ঞাতনামা ২/৩ জন মিলে নাবালিকা অপহৃত ভিকটিম কে নীলফামারী জেলার ডিমলা থানাধীন পশ্চিম ছাতনাই ইউপির কালিগঞ্জ মৌজাস্থ কমদতলী জামে মসজিদ সংলগ্ন যুগীর ডাঙ্গা থেকে অপহরণ করে। পরবর্তীতে অপহৃত নাবালিকার পিতা ঘটনাটি জানতে পেরে নীলফামারী জেলার ডিমলা থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে বিধায় র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে উক্ত মামলার অভিযুক্তকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামীকে গ্রেফতারের তৎপরতা চালিয়ে পলাতক অভিযুক্ত সজিবকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত নাবালিকাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।