মোঃনইয়াছিন আরাফাত,চট্টগ্রাম প্রতিনিধি ।
অদ্য ০৯/০৬/২০২৪ খ্রি. চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম রেঞ্জ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব নুরেআলম মিনা বিপিএম(বার), পিপিএম মহোদয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে রেঞ্জ ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব কবীর আহম্মেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তাগণ, কম্যান্ড্যান্ট আর আর এফ চট্টগ্রাম ও চট্টগ্রাম জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে চট্টগ্রাম জেলা পুলিশ ফুটবল দল ও ফেনী জেলা পুলিশ ফুটবল দল। উক্ত খেলায় ২-০ গোলে জয় লাভ করে চট্টগ্রাম জেলা পুলিশ ফুটবল দল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.