চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে ঝরে গেল আরো একটি প্রাণ। আজ (২৩ ই এপ্রিল) রোজ বুধবার দুপুর ২:০০ টায় হাটহাজারী উপজেলাধীন চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের সরকার হাট বালু শাহ মাজার গেটের দক্ষিণ পাশে মোটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়।
স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)পাঠিয়ে দেয়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। চিকিৎসাধীন তিনজনের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত মোঃ সাজ্জাদ (২৫),পিতা মোহাম্মদ আবুল কালাম,গ্রাম:টেক্সটাইল শাহ আলম কাটারের বাড়ি, থানা: বায়জিদ (সিএমপি) চট্টগ্রাম। আহতরা হলেন: ১. শোয়াইব আহমদ, ২. মোহাম্মদ ইকবাল,৩. রুবায়ের।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সাজ্জাদ ও তার বন্ধুরা মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে একটি বিবাহের অনুষ্ঠানে যাচ্ছিল । এবং অপর দিক থেকে অটোরিকশা আসছিল । এতে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের কাছে এলাকাবাসীর প্রাণের দাবি, চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক যেন ওয়ান বাই ওয়ান রোড করা হয়। তারা বলেন, এই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনায় হয় এবং অনেক মায়ের বুকখালি হয়। যেহেতু প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস সাহেবের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে, তাই তিনার কাছে আমাদের প্রাণের দাবি,অতি দ্রুত যেন এই সড়ক ওয়ান বাই ওয়ান রোডে পরিণত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.