চট্টগ্রামে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) জেলা অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন

- আপডেট সময় : ১০:১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ,(চট্টগ্রাম):
চট্টগ্রামে ৮ আগস্ট শুক্রবার সনাতনী সম্প্রদায়ের একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)-এর চট্টগ্রাম জেলা অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা কমিটির মাননীয় সভাপতি শ্রী নারায়ণ মজুমদার। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির সম্মানিত সহ-সভাপতি শ্রী গৌরাঙ্গ প্রসাদ দে, সহ-সাধারণ সম্পাদক শ্রী গোপাল তালুকদার, অর্থ ও দপ্তর সম্পাদক শ্রী নয়ন বিশ্বাংগ্রী, সহ-অর্থ সম্পাদক শ্রী সাগর দাশ, হাটহাজারী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী রবিন মজুমদার, সদস্য বিজয় দাশ, বাকলিয়া থানা কমিটির আহ্বায়ক শ্রী নয়ন কুমার শীল, বন্দর থানা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব শ্রী শিপন কুমার চৌধুরী, সদরঘাট থানা কমিটির সদস্য সচিব শ্রী মিন্টু দাশ, চান্দগাঁও থানা কমিটির দপ্তর সম্পাদক শ্রী প্রবাল দাশ অনুরাগ, সমাজ কল্যাণ সম্পাদক শ্রী ছোটন চৌধুরী, সদস্য নয়ন দাশ ও অনি দাশ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সনাতন পার্টি দেশের সনাতনী সম্প্রদায়ের অধিকার ও স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম জেলা অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।