ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাউজানে সনাতনী সমাজে আলোচিত ব্যক্তিত্ব – সুমন দাশ গুপ্ত গাজীপুর জেলা জয়দেবপুর থানার হোতাপাড়া বিএনপির সমাবেশ সুন্দরবনের অভয়ারণ্যে এলাকায় অবৈধভাবে মাছ শিকারকালে আটক ৮ রাণীশংকৈলে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বীজ ও রাসায়নিক সার বিতরণ শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে নদী ভাঙন পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বস্তা ডাম্পিং কাজ শুরু শ্যামনগর উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের পরামর্শ সভা মায়ের অকাল মৃত্যুতে ভেঙে পড়া দুই ভাইবোনের সংগ্রামের গল্প বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে ড্যাবের বর্ণাঢ্য র‍্যালী নারী নিপীড়নের প্রতিবাদে আজিজ আহম্মেদ কলেজে ছাত্রদলের মানববন্ধন ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের বিষয়ে সোনাগাজীতে রাজনৈতিক ও সাংবাদিক মহলের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

চট্টগ্রামে টানা ভারী বষর্নে ভোগান্তি চরমে

নিজেস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

মোঃইয়াছিন আরাফাত, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে রাতভর ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়কে কোমরপানি জমায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে বিপাকে পড়েছেন কর্মজীবী, শ্রমজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হওয়া সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন সড়কে। এ ছাড়া নিচু এলাকার বাসাবাড়িতে প্রবেশ করেছে পানি। নগরের ব্যবসা-বাণিজ্যে ছন্দপতন হয়েছে। নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে সৃষ্টি হয়েছে যানজট।

১ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে জলাবদ্ধতা ও যানজটের কারণে চরম ছন্দপতন নেমে আসে জনজীবনে। এর আগে বুধবার দিনভর থেমে থেমে বৃষ্টি হয়। তবে রাত ১১টার পর থেকে শুরু হয় টানা বর্ষণ। সেই ধারা বুধ বৃহ: ও শুক্রবার অব্যাহত থাকে। এ কারণে নগরের চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট, শুলকবহর, মোহাম্মদপুর, কাপাসগোলা, কাতালগঞ্জ, বাকলিয়া, চান্দগাঁও, আগ্রাবাদ, দুই নম্বর গেট, চাক্তাই, খাতুনগঞ্জ, বড়পোল, আগ্রাবাদ, হালিশহরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকায় সড়কে হয়েছে কোমরপানি। চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল করিম বলেন, ‘বৃষ্টির এ ধারা আর ও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। থেমে থেমে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্র অথবা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, নগরের অধিকাংশ সড়কে কোমরপানি। ব্যাহত হচ্ছে যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। কিছু কিছু সিএনজি চললেও পানিতে কয়েকটি সিএনজির ইঞ্জিন বন্ধ হয়ে যেতে দেখা গেছে। সড়কের ওপর প্রাইভেট কার ও নষ্ট হয়ে পড়ে থাকতে দেখা যায়। বাড়তি ভাড়া গুনে রিকশায় ভর করে অনেকে রওনা দিয়েছেন অফিসের পথে। নিচু এলাকার অনেক বাসাবাড়িতে ঢুকেছে পানি। তা সেচের মাধ্যমে নিষ্কাশন করতে হয়েছে। অনেকের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে পানি প্রবেশের কারণে। চট্টগ্রাম নগরের পাশ দিয়ে বয়ে যাওয়া কর্ণফুলী নদীর জোয়ারের কারণে দ্রুত নগরের পানি নামতে না পারায় জলাবদ্ধ চট্টগ্রাম দেখতে পান নগরবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দুর্ভোগ। এদিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বড়দিঘীরপাড় এলাকায় সড়কে পানি জমায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া এই সড়কে যাতায়াতকারী ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজানের যোগযোগ দীর্ঘ ২ ঘণ্টা বিচ্ছিন্ন হয়ে যায় দুপুরের দিকে। পরে ২টার দিকে আবার সড়ক যোগাযোগ সচল হয়েছে।

পতেঙ্গা আবহা অফিসের সহকারী আবহাওয়াবিদ আলী আকবর খান জানিয়েছেন, চট্টগ্রামে বেলা ৩টা থেকে পূর্বের ২৪ ঘণ্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি আরও দু-এক দিন অব্যাহত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

চট্টগ্রামে টানা ভারী বষর্নে ভোগান্তি চরমে

আপডেট সময় : ০১:৪৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪

মোঃইয়াছিন আরাফাত, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে রাতভর ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়কে কোমরপানি জমায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে বিপাকে পড়েছেন কর্মজীবী, শ্রমজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হওয়া সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন সড়কে। এ ছাড়া নিচু এলাকার বাসাবাড়িতে প্রবেশ করেছে পানি। নগরের ব্যবসা-বাণিজ্যে ছন্দপতন হয়েছে। নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে সৃষ্টি হয়েছে যানজট।

১ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে জলাবদ্ধতা ও যানজটের কারণে চরম ছন্দপতন নেমে আসে জনজীবনে। এর আগে বুধবার দিনভর থেমে থেমে বৃষ্টি হয়। তবে রাত ১১টার পর থেকে শুরু হয় টানা বর্ষণ। সেই ধারা বুধ বৃহ: ও শুক্রবার অব্যাহত থাকে। এ কারণে নগরের চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট, শুলকবহর, মোহাম্মদপুর, কাপাসগোলা, কাতালগঞ্জ, বাকলিয়া, চান্দগাঁও, আগ্রাবাদ, দুই নম্বর গেট, চাক্তাই, খাতুনগঞ্জ, বড়পোল, আগ্রাবাদ, হালিশহরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকায় সড়কে হয়েছে কোমরপানি। চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল করিম বলেন, ‘বৃষ্টির এ ধারা আর ও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। থেমে থেমে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্র অথবা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, নগরের অধিকাংশ সড়কে কোমরপানি। ব্যাহত হচ্ছে যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। কিছু কিছু সিএনজি চললেও পানিতে কয়েকটি সিএনজির ইঞ্জিন বন্ধ হয়ে যেতে দেখা গেছে। সড়কের ওপর প্রাইভেট কার ও নষ্ট হয়ে পড়ে থাকতে দেখা যায়। বাড়তি ভাড়া গুনে রিকশায় ভর করে অনেকে রওনা দিয়েছেন অফিসের পথে। নিচু এলাকার অনেক বাসাবাড়িতে ঢুকেছে পানি। তা সেচের মাধ্যমে নিষ্কাশন করতে হয়েছে। অনেকের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে পানি প্রবেশের কারণে। চট্টগ্রাম নগরের পাশ দিয়ে বয়ে যাওয়া কর্ণফুলী নদীর জোয়ারের কারণে দ্রুত নগরের পানি নামতে না পারায় জলাবদ্ধ চট্টগ্রাম দেখতে পান নগরবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দুর্ভোগ। এদিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বড়দিঘীরপাড় এলাকায় সড়কে পানি জমায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া এই সড়কে যাতায়াতকারী ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজানের যোগযোগ দীর্ঘ ২ ঘণ্টা বিচ্ছিন্ন হয়ে যায় দুপুরের দিকে। পরে ২টার দিকে আবার সড়ক যোগাযোগ সচল হয়েছে।

পতেঙ্গা আবহা অফিসের সহকারী আবহাওয়াবিদ আলী আকবর খান জানিয়েছেন, চট্টগ্রামে বেলা ৩টা থেকে পূর্বের ২৪ ঘণ্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি আরও দু-এক দিন অব্যাহত থাকতে পারে।