চট্টগ্রামে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত যশোরের ট্রাকচালক আরিফ

- আপডেট সময় : ০৩:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

এমদাদুল হক,ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-
চট্টগ্রাম, ৫ মে: চট্টগ্রাম শহরের এনবিআর গেট এলাকায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামের বাসিন্দা ও সেনা কল্যাণ সংস্থার দশ চাকার ট্রাকচালক আরিফুল ইসলাম আরিফ।
ঘটনাটি ঘটে ৫ মে, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে। আরিফ ট্রাক (গাড়ি নম্বর: __________) নিয়ে কর্মরত অবস্থায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একদল ছিনতাইকারী তার কাছে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছয় থেকে সাতজনের একটি সংঘবদ্ধ দল তার ওপর অতর্কিত হামলা চালায়।
নির্মম এই হামলায় আরিফের দুই থুতনি, পেট ও দুই হাতে গভীর জখম হয়। তার শরীরে এক থেকে দুই শতাধিক সেলাই দিতে হয়েছে।
পথচারীদের সহায়তায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে এক সহকর্মীর সহায়তায় ৬ মে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তাকে যশোরের মুড়লীর মোড়ে এনে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
আরিফ জানান, তিনি একা ছিলেন, প্রচণ্ড ব্যথা ও রক্তক্ষরণে নিজেকে সামাল দিতেই হিমশিম খাচ্ছিলেন। সেই কারণে থানায় অভিযোগ করতে পারেননি।
তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানান—এই ধরনের ছিনতাইকারী সিন্ডিকেটের প্রত্যেক সদস্যকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা করা হোক।