চট্টগ্রামের রাউজানে বেগম রোকেয়া ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন
- আপডেট সময় : ০৯:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ১০ বার পড়া হয়েছে

★সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার-চট্টগ্রাম)
চট্টগ্রামের রাউজানে বহুমুখী কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং আন্তর্জাতিক নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা-গড়তে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়। অন্যদিকে রাউজান পৌরসভার উদ্যোগে ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়।
এই উপলক্ষে উত্তর চট্টগ্রামে অনন্য অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী হিসেবে রাউজানের বিনাজুরী ইউনিয়নের জামুয়াইন গ্রামস্থ মাহমুদুল হক মনচুরের কন্যা এবং শিক্ষক মোঃ আরমানের সহধর্মিণী নারী উদ্যোক্তা ফাতিমা তুজ জোহরা জ্যোতিসহ মোট চারজন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে ‘অদম্য নারী’ পদকে ভুষিত করা হয়।
গত ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে পৃথকভাবে এসব অনুষ্ঠান সমূহ সুচারুরূপে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও রাউজান উপজেলা জমিয়াতুল মোদার রেসিনের সভাপতি হাফেজ আবু জাফর সিদ্দিকী। সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার এস.এম রাহাতুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অং ছিং মারমা,সমাজসেবা কর্মকর্তা মনির হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা আখলিমা আকতার, পুলিশ পরিদর্শক খোরশেদ আলম, শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুন্নবী, এজিএম আরিফুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ শফিকুল আজম, সহ-সভাপতি ও প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল হক,সদস্য ও প্রধান শিক্ষক নাসরিন আক্তার,প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, সদস্য ও রাউজান উপজেলা জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মতিন, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জাহেদুল আলম, সাবেক সভাপতি সাংবাদিক তৈয়ব চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রবি। উক্ত গুরুত্বপূর্ণ অনিন্দ্য সুন্দর অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,সরকারি কর্মকর্তা,সাংবাদিক ও স্থানীয় সুধিজনরা অংশগ্রহণ করেন।
























