চট্টগ্রামের দুই সন্তানের জননী কে নিয়ে পালালো এক যুবক

- আপডেট সময় : ১১:২৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ মুক্তার হোসাইন,চট্টগ্রাম প্রতিনিধি:-
গত ৯ বছর আগেই প্রেমের সম্পর্কে বিয়ে হয় লোকমানের সঙ্গে সেলিনা আক্তারের। ২০১৭ সালে ৪ লক্ষ টাকা কাবিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ঠিকঠাক চলছিলো তাদের সাজানো সংসারও। তাদের সাজানো এই সংসারকে আরও বেশি আলোকিত করে দুই সন্তান। কিন্তু তাদের সাজিয়ে তুলা এই সংসারে ওকি মারে মোহাম্মদ ইয়াসিন নামে এক যুবক, লোকমানের স্ত্রী সেলিনার সঙ্গে পরকীয়া প্রেমের ফাঁদে পেলে লোকমানের সুন্দর সংসারকে তছনছ করেন ইয়াসিন। গত ৯ জনু সোমবার বিকেলে অবুঝ কন্যা সন্তানকে রেখে নগদ ৪ লক্ষ ৫০হাজার টাকা, ২ ভরি স্বর্ন ও পুত্র সন্তানকে নিয়ে পালিয়ে যায় লোকমানের স্ত্রী ইয়াসিনের সাথে। জানা যায়, পালিয়ে যাওয়া সেলিনা আকতারের বাড়ি ফটিকছড়ির কাঞ্চন নগর গ্রামের ধইল্লাছড়ির আমান উল্লাহর মেয়ে এবং মানিকছড়ি’র লোকমানের স্ত্রী ও ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ ইয়াসিন। তার সবাই পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির মানিকছড়ি’র বাসিন্দা। ইয়াসিনের আরও এক সংসার আছে বলে জানা গেছে। কেউ তাদের উপযুক্ত সন্ধান দিতে পারলে তাদেরকে পুরস্কৃত করা হবে।
যোগাযোগের নাম্বার, +880 1787-477956