ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুমকিতে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠিত কুতুবদিয়ায় গাঁজা ও ইয়াবা নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, আহত-৩ ঠাকুরগাঁও রানীশংকৈল বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের পথসভা চুয়াডাঙ্গায় ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শারীরিক শিক্ষার মধ্যেই লুকিয়ে আছে নেতৃত্বের বীজ-পবিপ্রবি ভিসি ড.রফিকুল ইসলাম দেবহাটার নির্বাহী কর্মকর্তা মিলন সাহা’র সাথে সাহিত্য পরিষদের মতবিনিময় চাকসুতে ছাত্র শিবিরের স্মরণীয় বিজয় ভিপি-জিএস’সহ ২৬-এ ২৪ পদে বিজয়ী উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইউসুফ তালুকদারের পিতার ৮ ম মৃত্যুবার্ষিকী পালন বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৩ পিস ইয়াবাসহ একজন আটক কালীগঞ্জে রতনপুর ইউনিয়ন পরিষদের মাদক ও মানবপাচার প্রতিরোধে মতবিনিময় সভা

চট্টগ্রামের তিন জ্যেষ্ঠ সাংবাদিককে টার্গেটে গুজব মানহানির অপচেষ্টা:সাংবাদিক ফোরামের নিন্দা ও হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ:সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্রকাশিত আলোচিত ও সমালোচিত হয় চট্টগ্রামের তিন জ্যেষ্ঠ সাংবাদিককে টার্গেট করে পরিকল্পিত সুকৌলে নানা ভাবে অপপ্রচার গুজব মানহানির অপচেষ্টার প্রসঙ্গে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরাম, চট্টগ্রাম।

ঘটনার সূত্রপাতে প্রতারণার দায়ে অভিযুক্ত এক ব্যক্তির সঙ্গে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের সাবেক আমির শাহজাহান চৌধুরীর কয়েকটি ছবি ও বৈঠকের তথ্য সম্বলিত একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর চট্টগ্রামের তিন জ্যেষ্ঠ সাংবাদিককে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

সম্প্রতি সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরাম, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার ডেপুটি ব্যুরো চিফ ওমর ফারুক এবং ঢাকা পোস্টের ব্যুরো ইনচার্জ মিজানুর রহমানের বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হয়।

রোববার (২৪ আগস্ট) এক জরুরি সভা শেষে সংগঠনের সভাপতি এসএম রানা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘একটি সংঘবদ্ধ চক্র জামায়াত ইসলামীর নাম ভাঙিয়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের কারণে তাদের মানহানি ও চরিত্রহননের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যে অসত্য, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে, তা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, মুক্ত গণমাধ্যমের অস্তিত্বের ওপরও সরাসরি হুমকি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি এই অপপ্রচার অবিলম্বে বন্ধ না হলে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় না আনা হলে সাংবাদিক সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে। তখন এর দায়-দায়িত্ব কেউ এড়াতে পারবে না। সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপের পরিণতি ভয়াবহ হবে।’

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ‘সংবাদ প্রকাশের জবাব সংবাদ মাধ্যমেই দিতে হয়। কিন্তু মিথ্যা তথ্য, কুরুচিপূর্ণ মন্তব্য ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাংবাদিকদের নীরব করানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘৃণ্য কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় পেশাদার সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

সভায় ফোরামের পক্ষ থেকে দাবি করা হয়, এসব অপপ্রচারের নেপথ্যে যাদের সম্পৃক্ততা রয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হলে সারাদেশব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

চট্টগ্রামের তিন জ্যেষ্ঠ সাংবাদিককে টার্গেটে গুজব মানহানির অপচেষ্টা:সাংবাদিক ফোরামের নিন্দা ও হুঁশিয়ারি

আপডেট সময় : ১০:১৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

মোহাম্মদ মাসুদ:সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্রকাশিত আলোচিত ও সমালোচিত হয় চট্টগ্রামের তিন জ্যেষ্ঠ সাংবাদিককে টার্গেট করে পরিকল্পিত সুকৌলে নানা ভাবে অপপ্রচার গুজব মানহানির অপচেষ্টার প্রসঙ্গে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরাম, চট্টগ্রাম।

ঘটনার সূত্রপাতে প্রতারণার দায়ে অভিযুক্ত এক ব্যক্তির সঙ্গে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের সাবেক আমির শাহজাহান চৌধুরীর কয়েকটি ছবি ও বৈঠকের তথ্য সম্বলিত একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর চট্টগ্রামের তিন জ্যেষ্ঠ সাংবাদিককে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

সম্প্রতি সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরাম, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার ডেপুটি ব্যুরো চিফ ওমর ফারুক এবং ঢাকা পোস্টের ব্যুরো ইনচার্জ মিজানুর রহমানের বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হয়।

রোববার (২৪ আগস্ট) এক জরুরি সভা শেষে সংগঠনের সভাপতি এসএম রানা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘একটি সংঘবদ্ধ চক্র জামায়াত ইসলামীর নাম ভাঙিয়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের কারণে তাদের মানহানি ও চরিত্রহননের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যে অসত্য, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে, তা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, মুক্ত গণমাধ্যমের অস্তিত্বের ওপরও সরাসরি হুমকি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি এই অপপ্রচার অবিলম্বে বন্ধ না হলে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় না আনা হলে সাংবাদিক সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে। তখন এর দায়-দায়িত্ব কেউ এড়াতে পারবে না। সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপের পরিণতি ভয়াবহ হবে।’

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ‘সংবাদ প্রকাশের জবাব সংবাদ মাধ্যমেই দিতে হয়। কিন্তু মিথ্যা তথ্য, কুরুচিপূর্ণ মন্তব্য ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাংবাদিকদের নীরব করানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘৃণ্য কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় পেশাদার সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

সভায় ফোরামের পক্ষ থেকে দাবি করা হয়, এসব অপপ্রচারের নেপথ্যে যাদের সম্পৃক্ততা রয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হলে সারাদেশব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।