আগামী ১০ মে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে মানিকছড়ি উপজেলার বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫মে) সকালে মানিকছড়ি উপজেলা বিএনপি'র দলীয় অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেনের সঞ্চালনায়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক মেম্বার, যুগ্ম সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান,সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাস্টার,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জয়নাল আবদিন, উপজেলা যুবদলের আহবায়ক মীর হোসেন, সদস্য সচিব মহি উদ্দিন কিশোর, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমান,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ মনির হোসেন, কলেজ ছাত্রদলের আহবায়ক রাকিব হোসেন, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য বলেন, ‘তরুণদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, তাদের অধিকার, দায়িত্ব সম্পর্কে শিক্ষা দেওয়া। নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরতে। রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে তরুণদের অবদান নিশ্চিত করার লক্ষ্যেই তারুণ্যের সমাবেশ। মানিকছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে অতীতের ন্যায় সুশৃংখলভাবে মহাসমাবেশ সফল করার জন্য সকলকে সর্বাত্মকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.