ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় প্রস্তুত বরিশাল

- আপডেট সময় : ০৬:২১:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম। তিনি বলেছেন, রেমাল মোকাবেলার জন্য জেলায় ৫৪১টি আশ্রয়কেন্দ্র, ২৫৩টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও সব শিক্ষা প্রতিষ্ঠানের চাবি হাতের কাছে রাখার নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি।
শনিবার (২৫ মে) বেলা সাড়ে ১১ টায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বরিশালের জেলা প্রশাসনের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ১০ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন।
সভায় জেলা প্রশাসক জানান, যেকোনো দুর্যোগ মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো যাতে প্রস্তুত রাখা হয় সেইলক্ষ্যে নির্দেশনা দেয়া হয়েছে। এর পাশাপাশি নগদ ৫ লাখ টাকা ও ৯৩ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। তবে শুকনো খাবারের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া জেলাসিভিল সার্জন ৯৮টি মেডিকেল টিম গঠন করেছে।
এদিকে সভা থেকে জানানো হয়, ঘূর্ণিঝড়ের কারণে এবার ফসলের ক্ষতি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর বরিশালে ৬৩ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এর মধ্যে ৯৮ দশমিক ৫ শতাংশ জমির ধান কর্তন করেছে কৃষকরা।
এছাড়া পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ২৪ হাজার জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। ঝড়ের পর তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ফায়ার সার্ভিস সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া সিপিপি, স্কাউট সদস্য ও এনজিও কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে জানানো হয়।