সংবাদ শিরোনাম :
ঘূর্ণিঝড় রেমাল ঝিনাইদহে সর্বোচ্চ শক্তিতে উন্নীত হয়ে ক্যাটাগরি -১ ছুয়েছে

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৩০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে

রাসেল হোসেন, মিডিয়া রিপোর্টার।
রাত ১২ টা নাগাদ ঝিনাইদহে সাইক্লোন রেমাল ক্যাটাগরি -১ এ উন্নীত হয়েছে তথা ঘন্টায় ১১৯ কি.মি. বা তার চেয়ে বেশী বেগ অর্জন করে ফেলেছে। এর উত্তর পাশের অপেক্ষাকৃত দূর্বল অংশ উপকূলে আঘাত হেনেছে। এখন সাইক্লোন সেন্টারটি পশ্চিমবঙ্গ ও উপকূলে ওঠা শুরু করেছে যা রাত ২টার মধ্যেই পুরোপুরি ল্যান্ডে উঠে যেতে পারে। এর পরপরই তথা রাত ২ টা থেকেই অপেক্ষাকৃত শক্তিশালী অংশ তথা দক্ষিণে অবস্থিত অংশটি উপকূলে আঘাত হানবে। ঝিনাইদহের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক নয়৷ তুমুল ঝড়ের সাথে বইছে বৃষ্টিপাত৷