ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুর রফিক

- আপডেট সময় : ০১:৩৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, নিজস্ব, প্রতিনিধি।
প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে হয় উপকূলীয় অঞ্চলের মানুষের। উপকূলীয় অঞ্চলের মানুষেরা গৃহহীন, বিদ্যুৎহীন,খাদ্য ও বাসস্থানহীন অবস্থায় আছে। একটি উন্নয়শীল দেশের দরিদ্র্য জনগোষ্ঠীর জন্য এই ক্ষতি মারাত্মক আকার ধারণ করে। এদেশে সর্বশেষ আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম ‘রিমাল’। ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার সময় জানমালের ব্যপক ক্ষয়ক্ষতি করেছে।
পিডিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুর রফিক বলেন এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার কর্তব্য।
আমাদের সবার উচিত ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দেওয়া, সরকারি ত্রাণের পাশাপাশি নিজেদের উদ্যোগেও ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহণ করা। তাহলেই ঘূর্ণিঝড়-পরবর্তী সময়ে আমরা ক্ষয়ক্ষতি কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব।