সাকিল ইসলাম,স্টাফ রিপোর্টার নীলফামারী।
পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ ও জেলা শাখার যৌথ উদ্যোগে “বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা” আয়োজন করা হয় স্পন্দন পাবলিক মডেল স্কুল,নীলফামারীতে।
এই আয়োজনে দুই শতাধিক স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানটির প্রধান লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জ্ঞান বৃদ্ধি এবং গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে সচেতন করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ শাখার সভাপতি, সহ-সভাপতি, সহ-সাংগঠনিক সম্পাদক, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক ও কোষাধ্যক্ষ। তারা শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের এই সময়ে আমাদের সবাইকে পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। গাছ লাগানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখতে হবে শিক্ষার্থীদের।”
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং একশতাধিক গাছ বিতরণ করা হয়। আয়োজনটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা লাভ করে এবং শিক্ষার্থীদের মাঝে উৎসাহের সৃষ্টি করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.