তৌফিকুর রহমান তাহের
দিরাই-শাল্লা প্রতিনিধিঃ
শাল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও হাত দিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী শিশির মনির। ১৫ ফেব্রুয়ারি তার ব্যক্তিগত অর্থায়নে আটগাঁও গ্রামের পশ্চিমপাড়া হতে খোয়ার হাওরের চৌটাই হয়ে ডুবনিকুনা পর্যন্ত ১,৬০০মিটার রাস্তার কাজের উদ্বোধন করা হয়। এতে উপকারভোগী হবেন গ্রামের ৭০০। হাওরের এ রাস্তাটি তৈরি করতে তার ব্যয় হবে ৭লাখ টাকা।
গ্রামের বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি হলেই এই কাঁদামাটির রাস্তা দিয়ে ট্রলি চলাচল করতে পারেনা। যেকারণে কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এভাবেই কাঁদামাটির সাথে যুদ্ধ করে চলছিল কৃষকের বোরোধান ঘরে তোলার চেষ্টা। অথচ গ্রামীণ অবকাঠামোর আওতায় টিআর, কাবিটা, কাবিখা কিংবা ইজিপিপি'র মাধ্যমে কাজটি করা যেত। আমরা আবেদনও করেছিলাম। কিন্তু কোন কাজ হয়নি। পরে আমরা অ্যাডভোকেট শিশির মনিরের কাছে রাস্তার এ বেহাল দশার কথা জানালে তিনি নিজ অর্থায়নে রাস্তাটি করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ রাস্তার কাজটি শুরু হল। এতে আমরা আনন্দিত। হাওরের এ রাস্তাটি তৈরি করা হলে এলাকাবাসীর বোরোধান ঘরে তুলতে আর কষ্ট করতে হবেনা বলে জানান এলাকাবাসী। এজন্য তারা অ্যাডভোকেট শিশির মনিরের কাছে কৃতজ্ঞতা জানান।
এবিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন এটা এক ধরনের দায়িত্ববোধ থেকেই করা।ছোট ছোট কাজ নিজেরাই করা যায় এজন্য সরকার লাগে না। এসব কাজ করতে পারলে এক ধরনের আনন্দ অনুভব হয়। রাস্তাটি উদ্বোধনের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.