সেলিম চৌধুরী,জেলা প্রতিনিধি,রংপুর:-
১৯৭১ এর মুক্তিযুদ্ধ কালীন সময়ে সাদাবাহার সেবাসদনে সেবাদানকারী সম্প্রতি বেগম রোকেয়া পদকপ্রাপ্ত ডা. হালিদা হানুম আখতার কর্তৃক সম্ভ্রমহারা নারীদের চিকিৎসা প্রদান ও অভিজ্ঞতা নিয়ে রচিত " সম্ভ্রমযোদ্ধা সেবাসদন ও একজন ডা. হালিদা" গ্রন্হের আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জানা গেছে, (১১ জুন) মঙ্গল বার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার হল রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। খবরটি নিশ্চিত করেছেন লেখক ও সংগঠক ডা. মোঃ মফিজুল ইসলাম মান্টু।নগ্রন্হ আলোচনা সভাটির সভাপতিত্ব করবেন রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আফজাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এডভোকেট হোসনে আরা ডালিয়া। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. হেদায়েতুল ইসলাম ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ড. নাসিমা আকতার, শ ম আমজাদ হোসেন সরকার এবং এডভোকেট মাসুম হাসান প্রমূখ। এখানে উল্লেখ্য, স্বনামধন্য প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. হালিদা হানুম আখতার-এর জন্ম রংপুর জেলায়। তিনি রংপুর কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্রী। বর্তমানে তিনি কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির আজীবন সদস্য। তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমন করেছেন। দেশ বিদেশে চিকিৎসা সেবায় তাঁর অবদান অপরিসীম। তিনি আমাদের গর্ব, কারমাইকেল কলেজের গর্ব। তাঁর এবং এই গ্রন্হটি সম্পর্কে বিস্তারিত জানতে গ্রন্হ আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আহবান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.