গৌরনদী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আতিকুর রহমান শামিম এর দায়িত্ব গ্রহন

- আপডেট সময় : ১০:৫৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে

মো: জিহাদুল ইসলাম গৌরনদী প্রতিনিধিঃ-
গৌরনদী পৌরসভার প্যানেল মেয়র আতিকুর রহমান শামিম আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন।
গত রবিবার (২৮-এপ্রিল) দুপুর ১২টায় পৌরসভার মেয়রের অফিস কক্ষে তিনি দায়িত্ব বুঝে নেন।
পৌরসভার মেয়র হারিছুর রহমান হারিছ, উপজেলা পরিষদের নির্বাচনের পদপ্রার্থী হওয়ায় আতিকুর রহমান শামিম তাঁর ¯’লাভিষিক্ত হলেন।
পৌরসভার কাউন্সিলরসহ পৌরসভার কর্মকর্তা,কর্মচারী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়র আতিকুর রহমান শামিমকে দায়িত্ব বুজিয়ে দেন মেয়র হারিছুর রহমান হারিছ।
জানা যায় গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান হারিছ, আসন্ন গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে,উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রেক্ষিতে স্থানীয় সরকার সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্যানেল মেয়র আতিকুর রহমান শামিমকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরে পৌরসভার কাউন্সিলরসহ পৌরসভার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন মেয়রকে ফুলেল শুভে”ছা জানান। দায়িত্ব গ্রহন করে ভারপ্রাপ্ত মেয়র বলেন,সবার সহযোগিতা নিয়ে তিনি গৌরনদী পৌরসভার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন।