গৌরনদী উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ক্লিনিক বন্ধসহ ২৫ হাজার টাকা জরিমানা

- আপডেট সময় : ০৩:৫১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ২৪৮ বার পড়া হয়েছে

গৌরনদী উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ক্লিনিক বন্ধসহ ২৫ হাজার টাকা জরিমানা
বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন পদ্মা প্যাথলজি এন্ড ডক্টরস্ চেম্বারকে লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমান ও পদ্মা প্যাথলজি এন্ড ডক্টরস্ চেম্বারটি বন্ধ করে দেয় ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম এবং মৌরী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন।গৌরনদী উপজেলার মৌরী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এর ২০টি শয্যা’র অনুমোদন থাকলেও সংখ্যায় শয্যা বেশি ও ফার্মাসিস্ট লাইসেন্স না থাকায় ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মৌরী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকে বাকী শয্যার সরিয়ে ফেলার জন্য বলা হয়েছে।অভিযানের সময়ে উপস্থিত ছিলেন ডেন্টাল সার্জন ডা. নিলয় কুন্ডু, সেনেটারী ইন্সপেক্টর সংঙ্কর ও গৌরনদী মডেল থানার পুলিশ প্রশাসন।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান তাদের এই অভিযান চলমান থাকবে।