গৌরনদীর সরিকলে পুলিশের হাতে আটক গাঁজা ব্যাবসায়ি শুভ

- আপডেট সময় : ১১:৩৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ১০০ বার পড়া হয়েছে

মো: জিহাদুল ইসলাম গৌরনদী প্রতিনিধিঃ-
বরিশালের গৌরনদীতে শুভ নামক এক গাঁজা ব্যাবসায়ীকে গতকাল ১২ জুন বুধবার সন্ধ্যায় গাঁজা সহ পুলিশ আটক করেছে বলে জানা গেছে।শুভ গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মহিষা গ্রামের শাহলম মোল্লার পুত্র। তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যাবসা করে আসছেন।কিন্তুু বহুদিন পুলিশকে ফাঁকি দিয়ে ব্যাবসা করে আসলেও গতকাল বুধ পালানো সম্ভব হয় নাই মাদক ব্যাবসায়ি শুভর।স্হানীয় সুত্রে জানাগেছে সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ শুভর মাদক বহনের ঘটনা বিশ্বস্ত সুত্রে যানতে পেরে পূর্ব থেকে ই শুভকে ধরার জন্য ওতপেতে থাকে।পুলিশের উপস্থিত টের পেয়ে পালাতে চেষ্টা করে ব্যর্থ হয় শুভ।এক পর্যায় গাঁজা সহ শুভকে আটক করে ফেলেন সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ।এ ঘটনায় মাদক আইনে শুভকে মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছেন ও শুভর সহোযোগি হিসেবে রফিকের বিরুদ্ধেও মাদক আইনে মামলা দায়েরের কথাও জানিয়েছেন পুলিশ।