আশরাফ উদ্দিন বরিশাল জেলা প্রতিনিধিঃ-
বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন আধুনা বেদগর্ভ গ্ৰামের কাওছার বালী পুত্র পেশকার ইলিয়াস বালীর বাড়ী সংলগ্ন গতকাল গভীর রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গতকাল রাত ১২:৩০ মিনিটে কে বা ইলিয়াস বালীর বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। যার মধ্যে ১টি বোমা দোকানে র সামনে বিস্ফোরিত হয়। বাড়ির ভেতরে এবং বাড়ির বোমা বিস্ফোরণের শব্দে পরিবারের লোকজনসহ এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় লোকজন ও চন্নু বাবলী জানান, গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে ছিল তখন হঠাৎ প্রচুর শব্দে সবার ঘুম ভাঙে। এসময় তারা বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান। এসময় ৯৯৯ জরুরী সেবায় ফোন করলে দ্রুতভাবে পুলিশ উপস্থিত হয়।
এদিকে বোমা বিস্ফোরণে ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.