গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড।
আশরাফ উদ্দীন - জেলা প্রতিনিধি।
বরিশাল জেলার গৌরনদী উপজেলায় অগ্নিকান্ডে অন্তত নয়টি ঘর সম্পূর্ণ পুড়েগেছে।এর মধ্যে ৪টি বসত ঘর ও ৪টি রান্না ঘর এবং একটি গোলায় ঘরও রয়েছে। গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে ২মার্চ শনিবার বিকাল ৪টা ৪৫ মিনিটের সময় আগুন লাগে। গৌরনদী ফায়ার ফাইটার কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান যে খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যাই অনেকক্ষণ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এর মধ্যে ৯টি ঘর পুরে গেছে।তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারন বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মুন্সী।
খাঞ্জাপুর এলাকার গিয়াস উদ্দিন ও কামাল বেপারীসহ আরও অন্যদের ঘর পুড়ে গেছে প্রাথমিক ভাবে এমনটাই জানিয়েছেন গৌরনদী ফায়ার ফাইটার কর্মকর্তা সিদ্দিকুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.