গৌরনদীতে বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ গুরুতর আহত-৩

- আপডেট সময় : ০৩:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদীতে বোমা বিস্ফোরণ হয়ে দুই পুলিশসহ তিন-জন আহত হয়েছে। ১৩ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে নয়টার সময়ে সরকারি জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে জানান মোঃ মাসুম সরদার নামের এক ব্যক্তি যে তাদের বসত ঘরের পাশের সেমিপাকা বাথরুমের ভিতরে কে বা কাহারা গৌরনদী পৌর এলাকার বড় কসবা ২নং ওয়ার্ডে তাদের বাথরুমে বোমা রেখে গেছে। এ খবর পেয়ে গৌরনদী মডেল থানার এস আই মোঃ কামাল হোসেন সংগীয় ফোর্স নিয়ে বোমা উদ্ধার অভিযানে যান।ঘটনা স্থল থেকে পুলিশ ১০/১২ টি বোমা উদ্ধার করে। তখন মোঃ মাসুম হাওলাদার প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে থেকে বোমা বালতির ভিতরে রাখার সময় বোমা বিস্ফোরিত হয়। ঘটনা স্থলেই পুলিশের এস আই মোঃ কামাল হোসেন, পুলিশের পিকাপের ড্রাইভার কনেস্টবল মোঃ মিজানুর রহমান ও বাড়ির মালিক মোঃ মাসুম হাওলাদার এর শরীরের বিভিন্ন স্থানে যখম হয়ে গুরুতর আহত হয়।গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন সাংবাদিক দের জানান আমরা সকাল সাড়ে ১০-টায় গৌরনদী মডেল থানার এস আই মোঃ শহিদুল ইসলামের মাধ্যমে খবর পেয়ে বোমা বিস্ফোরণে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জনকে ভর্তি করি। এবিষয় গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম বলেন সকাল সাড়ে নয়টার দিকে মোঃ মাসুম হাওলাদার নামের এক ব্যাক্তি ফোন করে জানান যে, তাদের বাড়ির বাথরুমে কেউ বোমা রেখে গেছে। পরে আমি মোবাইল টিম পাঠিয়েছি বোমা উদ্ধার করার জন্য। কিন্তু একটু অসাবধানতার কারণে আমাদের দুইজন পুলিশ সদস্য এস আই মোঃ কামাল হোসেন, পুলিশ (ড্রাইভার) কনেস্টবল মোঃ
মিজানুর রহমান ও বাড়ির মালিক সহ তারা তিনজন গুরুতর আহত হয়েছে পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান ও গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন।