সংবাদ শিরোনাম :
গৌরনদীতে বৃষ্টির জন্য দুটি স্থানে ইস্তিসকার নামাজ আদায়

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৫০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ১১২ বার পড়া হয়েছে

মো: জিহাদুল ইসলাম গৌরনদী প্রতিনিধিঃ-
গৌরনদী উপজেলা সদরে দক্ষিন বিজয়পুর বায়তুন নাজাত জামে মসজিদ মাঠ ও উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল হাইস্কুল মাঠে বৃষ্টির জন্য শনিবার সকালে ইসতেসকার নামাজ আদায় করা হয়।
স্থানীয় মুসল্লীরা জানান, সারা দেশের ন্যায় তাপদাহে গৌরনদী উপজেলার সাধারন মানুষের কষ্ট দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
শনিবার সকালে উপজেলা সদরে দক্ষিন বিজয়পুর বায়তুন নাজাত জামে মসজিদের উদ্যোগে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে মুসল্লীরা বৃষ্ঠির জন্য প্রান খুলে মহান রাব্বুল আল আমিনের দরবারে দোয়া ও মোনাজাত করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমান মাওলানা মোঃ আল আমিন। স্থানীয় মুসল্লীরা স্বতস্ফুর্তভাবে নামাজে অংশ নেন।
এ ছাড়া একই দিন সকালে উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল হাইস্কুল মাঠে বৃষ্টির জন্য শনিবার ইসতেসকার নামাজ আদায় করা হয়।