স্টাফ রিপোর্টার:-
বরিশালের গৌরনদীতে উপজেলা খাঞ্জাপুর ইউনিয়নের গত ২ মার্চ শনিবার বিকেলে আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ি ঘর ক্ষতিগ্রস্তদের মাঝে এই অর্থসহ্ ঢেউটিন বিতরণ করা হয়। ১৯ মার্চ মঙ্গলবার দুপুরে বয়াতি বাড়িতে বরিশাল এক আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানত আব্দুল্লাহ্’র ব্যক্তিগত তহবিল থেকে চারটি পরিবারের মাঝে নগদ ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়।এছাড়া সরকারি তহবিল থেকে দুই বান ঢেউটিন এবং ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।
নগদ টাকা , ঢেউটিন এবং চেক বিতরণকালে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু আব্দুল্লাহ খান,গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: হারিছুর রহমান, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফরহাদ হোসেন মুন্সীসহ আওয়ামীলিগের অন্যান্য নেতাকর্মীরা এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য ২ মার্চ শনিবার বিকাল ৪ টা ৪৫ মিনিটে আগুনে পুড়ে যায় ৪টি বসত ঘর,৪টি রান্না ঘর সহ্ একটি গোলায় ঘর।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.