গোবিন্দগঞ্জে ৪৯৫ পিছ ইযাবা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব – ১৩

- আপডেট সময় : ০৬:৩৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ৪৯৫ পিছ ইযাবা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১৩ ।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে এ তথ্য র্যাবের মিডিয়া বিভাগের উপ পরিচালক মাহমুদ বশির আহম্মেদ। তিনি জানান গত বুধবার রাতে সাড়ে ৯ টার সময় র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাঘদরিয়া এলাকায় ১ জন মাদক ব্যবসায়ী মোটর সাইকেল নিয়ে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে। পরে তারা সেই দিন রাত দশটার সময় সেই স্থানে অভিযান পরিচালনা করে ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ সহ আব্দুল মতিন (৩২) নামে এক যুবক কে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী আব্দুল মতিন গোবিন্দগঞ্জ উপজেলার বাঘদরিয়া গ্রামের আব্দুর সাত্তারের ছেলে। তিনি আরো জানান, সে দীর্ঘদিন ধরে সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবারহ করে আসছিল। আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রজু করার জন্য তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।