গাবুরা ইউনিয়ন পদ্মপুকুর চৌদ্দ রশি রেমালের তুফানে ভেড়ি বাদের করুন অবস্থা

- আপডেট সময় : ০৭:০১:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দীন বিশেষ প্রতিনিধিঃ-
২৬ শে মে বিকাল ছয় টার দিকে গাবুরা ইউনিয়নে পদ্মপুকুর চৌদ্দ রশি ঘূর্ণিঝড় রেমাল এর তুফানে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা। এলাকা বাসির কাছে জানা যায় এরো চাইতে যদি বেশি তুফান আসে তাহলে বেড়ি বাদ গুলি ভেঙে যেতে পারে ভেঙে গেলে পুরা গাবুরা ইউনিয়ন পুরা টা পানি প্রবেশ করে ঘরবাড়ি,মসজিদ, মাদ্রাসা,গবাদি পশু, হাঁস মুরগি,এবং মানুষের জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।এলাকাবাসীর দাবি প্রশাসন সহ সাধারণ মানুষ আমাদের পাশে এসে সকলে এক সাথে মিলে ভেড়ি বাধ রোধের চেষ্টা করতে হবে। তা না হলে পুরা গাবুরা ইউনিয়নটা পানিতে চালিয়ে যাবে। দেখা যায় এলাকার কিছু মানুষ ভাঙ্গন প্রতিরোধের জন্য জান কে বাদী রেখে কাজ চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর দাবি দুর্যোগ ব্যবস্থাপনা দায়িত্বশীল সহ সাধারণ মানুষদের সহযোগিতা করার জন্য ঊর্ধাতন কর্তৃপক্ষের কাছে আসু হাস্তক্ষে কামনা করছে।