গাবুখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাস্টার মতিয়ার রহমানের প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:৩৮:২২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

এমদাদুল হক,ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-
যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাবুখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মাস্টার মতিয়ার রহমান আজ ১২ মে বিদ্যালয় প্রাঙ্গণে এক জমকালো পরিচিতি সভায় বক্তব্য প্রদান করেন।সভায় সভাপতির বক্তব্যে মাস্টার মতিয়ার রহমান বলেন, “এই বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার একটি কারখানা। আমি অঙ্গীকার করছি, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীদের নিয়ে আমরা একটি উন্নত, আধুনিক ও আদর্শ শিক্ষার পরিবেশ গড়ে তুলব।”
মাস্টার মতিয়ার রহমান একজন অভিজ্ঞ শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে ঢাকুরিয়া ইউনিয়নের মানুষের কাছে দীর্ঘদিন ধরে সমাদৃত। শুধু শিক্ষা নয়, সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং রাজনৈতিকভাবে সক্রিয় একজন জনদরদী নেতা হিসেবেও তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে। তিনি বর্তমানে ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একাধিক সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন।
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধি ও ছাত্র-ছাত্রীদের মধ্যে তাঁর নেতৃত্বে আশার সঞ্চার হয়েছে। সবাই আশা প্রকাশ করেছেন যে, তাঁর দূরদর্শী নেতৃত্বে গাবুখালী মাধ্যমিক বিদ্যালয় আগামী দিনে আরও সাফল্য ও গৌরব অর্জন করবে।
পরিচিতি সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে তাঁর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।