গাবখালী নাম যজ্ঞে মনিরামপুর রিপোর্টার্স ক্লাব সভাপতি মোঃ জাকির হোসেনের উপস্থিতি

- আপডেট সময় : ০৭:৫৭:২০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

এমদাদুল হক, মনিরামপুর প্রতিনিধিঃ-গতকাল ৪ এপ্রিল ২০২৫ তারিখে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের গাবখালী গ্রামে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয় নাম যজ্ঞ অনুষ্ঠান। এই নাম যজ্ঞে উপস্থিত ছিলেন মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি মোঃ জাকির হোসেন। তাঁর এই উপস্থিতি স্থানীয়দের মধ্যে বিশেষ উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
গাবখালী গ্রামের এই ধর্মীয় অনুষ্ঠানটি স্থানীয় মানুষের ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ হিসেবে প্রতিবছরই অনুষ্ঠিত হয়ে থাকে। দিনব্যাপী চলা এই যজ্ঞে ধর্মপ্রাণ ভক্তরা সমবেত হন হরিনাম সংকীর্তনে। ভক্তিগীতি, ধর্মীয় আলোচনা এবং প্রসাদ বিতরণে মুখরিত ছিল পুরো এলাকা।
মোঃ জাকির হোসেন অনুষ্ঠানে অংশগ্রহণ করে ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেন। তিনি বলেন, “আমাদের সমাজে ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ ধরে রাখার জন্য এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। আমি এ অনুষ্ঠানের আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে মোঃ জাকির হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়, যা তিনি কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেন।
এ ধরনের ধর্মীয় আয়োজন সামাজিক সম্প্রীতি ও একতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মত প্রকাশ করেন অনেকে।