গাজীপুর জেলা প্রতিনিধি:গাজীপুর জেলার জয়দেবপুর থানার বাঘের বাজারে রাস্তায় দোকানপাট দিয়ে রাস্তা দখল করে নিচ্ছেন, এবং যানবাহন যানজট করে রাখছে, জনসূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু দোকানপাট রাস্তার সাইডে বসলেও, এখন ধীরে ধীরে অনেক দোকান রাস্তার মাঝখান পর্যন্ত চলে আসে, তখন কিছু তদন্ত কমিটি গেলে বলেন, এই জায়গায় ডাক নেওয়া হয়েছে, এবং কিছু দোকানদারকে জিজ্ঞেস করা হলে বলেন যে ২০০ টাকা করে একেক দোকানদার খাজনা প্রধান করে, কিন্তু এই খাজনা কে নেয়, স্থানীয়রা বলেন কিছু নেতারা এই অসামাজিক কাজ করেন, তখন দৈনিক বাংলাদেশ চিত্র টিম গেলে দোকানদার কে জিজ্ঞাসা করেন,এবং কোন দোকানদার কথা বলতে রাজি হয় না, এবং গোপন সূত্রে জানা যায়, যদি কোন দোকানদার একথা স্বীকার করেন, তাহলে তাকে আর দোকান বসতে দেবেনা, এবং এলাকায় থাকতে দেবেনা, তাই কোন দোকানদার ভয়ে কথা বলার জন্য শিকার হয় না, এবং গাজীপুর জেলার জয়দেবপুর থানার প্রশাসনের উপরে আহ্বান জানাচ্ছি অতি দ্রুত আইনি আওতায় আনার জন্য,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.