গাজীপুর জেলার জয়দেবপুর থানার বাঘের বাজার এলাকায় দুই মেয়ে সহ এক ছেলে আটক

- আপডেট সময় : ০৯:২২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার জয়দেবপুর থানার বাঘের বাজারে মোস্তফার বাড়িতে যায় দুই মেয়ে এক ছেলে তখন এলাকাবাসী মোস্তফার ঘরেতে পায় দরজা বন্ধ অবস্থায়, জনসূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে দুই মেয়ে মস্তফার বাড়িতে আসা-যাওয়া করে, তখন এলাকাবাসী মস্তফার ছোট ভাই মজনু মিয়াকে জিজ্ঞাসা করেন, তখন মজনু মিয়া বলেন, আমি এই মেয়েদের কে চিনি না, তখন এলাকাবাসী মোস্তফার বাড়ির উপরে খেয়াল রাখেন, এই দুই মেয়ে এসে কি করে মস্তফার বাড়িতে এবং এলাকাবাসী বলে মোস্তফা কোন কাজ করে না,কিভাবে চলে মোস্তফার সংসার, তখনই এলাকাবাসীর টার্গেটে রাখেন মোস্তফা কে, ১৭/০৯/২৫ তারিখে দুই মেয়ে এক ছেলে আসে মোস্তফার বাড়িতে৷ তখন এলাকাবাসী মোস্তফার বাড়িতে গেলে এক ঘরেতে এক মেয়ে এবং এক ছেলে পায়, এবং আরেক ঘরেতে আরেক মেয়ে পায়, তখন এলাকাবাসী মোস্তফাকে জিজ্ঞাসা করেন এই ঘরে এক ছেলে এক মেয়ে কেন, তখন মোস্তফা বাড়ি থেকে পালিয়ে যায়, আর মেয়েদের জিজ্ঞেস করলে বলে মোস্তফা আমাদের দিয়ে দেহ ব্যবসা করে,এবং মাদক বিক্রি করায়, তখন মোস্তফার ছোট ভাই মজনু মিয়া ত্রিপল নাইনে ফোন দেয়, তখন গাজীপুর জেলার জয়দেবপুর থানার হোতাপাড়া ক্যাম্পের প্রশাসন আসেন, তখন দুই মেয়েকে এবং ছেলেকে জিজ্ঞেস করেন, তখন মেয়েরা বলেন আমাদের দিয়ে মোস্তফা দেহ ব্যবসা করেন, এবং মাদক বিক্রি করে, এবং এলাকাবাসী প্রশাসনের হাতে দুই মেয়ে এবং এক ছেলেকে দিয়ে দেন, এবং এলাকাবাসী বলেন এই মোস্তফাকে আইনের আওতায় আনার জন্য৷