ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

মোঃ জাকিরুল ইসলাম সম্রাট,স্টাফ রিপোর্টার:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-কে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় সারা দেশের ন্যায় পঞ্চগড়ে ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । রবিবার ( ১০ আগস্ট) সকাল ১১ টায় পঞ্চগড় শেরে বাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে জেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ এই মানববন্ধন করেন। এসময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সমকাল ও ইন্ডিপেন্ডেন্টের পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি, মোশাররফ হোসেন, এখন টেলিভিশনের, লুৎফর রহমান, দেশ রুপান্তর পত্রিকা’র শহিদুল ইসলাম শহিদ, চ্যানেল ওয়ান টেলিভিশনের রনিক , নাগরিক টিভির, সাইদুজ্জামান রেজা , বিজয় টেলিভিশনের ইনসান সাগরেট সহ বিভিন্ন প্রিন্ট অনলাইন ও টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, সাগর-রুনিসহ দেশের সব সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেন। তারা বলেন, সাংবাদিকদের জাতির চতুর্থ স্তম্ভ বলা হলেও দেশে তাদের কোনো নিরাপত্তা নেই। দায়িত্ব পালনের সময় প্রকাশ্যে গলা কেটে হত্যার মতো ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও বাক-স্বাধীনতার জন্য বড় হুমকি। এসব হামলা ও হত্যাকাণ্ডের যথাযথ বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। চুপ করে থাকলে আরও তুহিনদের মত বাকি সাংবাদিকদের রক্ত ঝরবে। সাংবাদিকসহ সব গণমাধ্যম কর্মী ও সংবাদপ্রেমী নাগরিকদের এসব হত্যাকাণ্ড ও নির্যাতনের প্রতিবাদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এই বর্বরোচিত হত্যাকাণ্ড গণমাধ্যমের কণ্ঠরোধ এবং মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন হামলা। এটি শুধু একজন সংবাদকর্মীকে হত্যাই নয় — এটি সত্য প্রকাশের সাহসী কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার একটি ভয়াবহ চেষ্টা। এ সময় সাংবাদিক নেতারা আরো জানান“এই ধরনের পৈশাচিক হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের জন্য এক গভীর শোক ও আতঙ্কের বার্তা। ইতিমধ্যেই সাতজন ধরা পড়েছে এর পেছনে যেই হোক, দ্রুততম সময়ের মধ্যে বাকি দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধনে আরো বলা হয়, রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করে যারা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কোনোভাবেই যেন দোষীরা আইনের ফাঁক দিয়ে পার না পায়। এ সময় পঞ্চগড় সাংবাদিকদের পক্ষ থেকে রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি —১। অবিলম্বে দোষীদের গ্রেফতার করুন।

২। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ও দ্রুত বিচার নিশ্চিত করুন।

৩। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন।

সাংবাদিক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা এর বিচার চাই — দ্রুত, দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তি হোক এই বর্বরতার একমাত্র জবাব

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

গাজীপুরে সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে সাংবাদিকদের মানববন্ধন

আপডেট সময় : ০৪:৪৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

মোঃ জাকিরুল ইসলাম সম্রাট,স্টাফ রিপোর্টার:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-কে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় সারা দেশের ন্যায় পঞ্চগড়ে ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । রবিবার ( ১০ আগস্ট) সকাল ১১ টায় পঞ্চগড় শেরে বাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে জেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ এই মানববন্ধন করেন। এসময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সমকাল ও ইন্ডিপেন্ডেন্টের পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি, মোশাররফ হোসেন, এখন টেলিভিশনের, লুৎফর রহমান, দেশ রুপান্তর পত্রিকা’র শহিদুল ইসলাম শহিদ, চ্যানেল ওয়ান টেলিভিশনের রনিক , নাগরিক টিভির, সাইদুজ্জামান রেজা , বিজয় টেলিভিশনের ইনসান সাগরেট সহ বিভিন্ন প্রিন্ট অনলাইন ও টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, সাগর-রুনিসহ দেশের সব সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেন। তারা বলেন, সাংবাদিকদের জাতির চতুর্থ স্তম্ভ বলা হলেও দেশে তাদের কোনো নিরাপত্তা নেই। দায়িত্ব পালনের সময় প্রকাশ্যে গলা কেটে হত্যার মতো ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও বাক-স্বাধীনতার জন্য বড় হুমকি। এসব হামলা ও হত্যাকাণ্ডের যথাযথ বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। চুপ করে থাকলে আরও তুহিনদের মত বাকি সাংবাদিকদের রক্ত ঝরবে। সাংবাদিকসহ সব গণমাধ্যম কর্মী ও সংবাদপ্রেমী নাগরিকদের এসব হত্যাকাণ্ড ও নির্যাতনের প্রতিবাদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এই বর্বরোচিত হত্যাকাণ্ড গণমাধ্যমের কণ্ঠরোধ এবং মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন হামলা। এটি শুধু একজন সংবাদকর্মীকে হত্যাই নয় — এটি সত্য প্রকাশের সাহসী কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার একটি ভয়াবহ চেষ্টা। এ সময় সাংবাদিক নেতারা আরো জানান“এই ধরনের পৈশাচিক হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের জন্য এক গভীর শোক ও আতঙ্কের বার্তা। ইতিমধ্যেই সাতজন ধরা পড়েছে এর পেছনে যেই হোক, দ্রুততম সময়ের মধ্যে বাকি দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধনে আরো বলা হয়, রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করে যারা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কোনোভাবেই যেন দোষীরা আইনের ফাঁক দিয়ে পার না পায়। এ সময় পঞ্চগড় সাংবাদিকদের পক্ষ থেকে রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি —১। অবিলম্বে দোষীদের গ্রেফতার করুন।

২। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ও দ্রুত বিচার নিশ্চিত করুন।

৩। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন।

সাংবাদিক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা এর বিচার চাই — দ্রুত, দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তি হোক এই বর্বরতার একমাত্র জবাব