( ঢাকা থেকে উত্তরবঙ্গ গামী লেনে যানবাহন চলাচল স্বাভাবিক,
উত্তরবঙ্গ থেকে ঢাকা গামী লেনে চন্দ্রা থেকে বোর্ডঘর পর্যন্ত চার কিলোমিটার দীর্ঘ যানজট)
নিজেস্ব প্রতিনিধি :
এবারের ঈদ যাত্রা রবিবার পর্যন্ত মোটামুটি ভাবে শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক হলেও গতকাল সোমবার গাজীপুরের চন্দ্রা থেকে উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল স্বাভাবিক থাকলেও উত্তরবঙ্গ থেকে ঢাকা গামী লেনে গাজীপুর ও টাঙ্গাইল জেলার সীমান্তবর্তী বোর্ডঘর থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ঈদ যাত্রা শেষের দিকে মানুষ কিছুটা অস্বস্তিতে পড়েছেন।
গতকাল বেলা তিনটা দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী বাইপাস এলাকায় গিয়ে দেখা গেছে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী গাড়ীগুলো গাজীপুরের চন্দ্রা এসে কিছুটা ধীরগতি হয়ে যায়, কারণ চন্দ্রা থেকে গাজীপুরগামী গাড়ীগুলো চন্দ্রা থেকে ভাগ হয়ে যায় এবং ঢাকা থেকে উত্তরবঙ্গ গাড়ীগুলো আবার উত্তরবঙ্গের দিকে চলে যায়,ফলে এখানে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়।এবারই প্রথম ট্রাফিক ব্যবস্থাকে সার্বক্ষণিক নজরদারি ও চালকদের দিকনির্দেশনা দেয়ার জন্য ড্রোন ক্যামেরা ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা চালু করা হয়েছে।চালকদের কিছুটা গাফেলতি যদি দেখা যায় সেখানেই ড্রোন গিয়ে সাউন্ড সিস্টেমের মাধ্যমে তাদেরকে দিক নির্দেশনা দেয়া হয়।এভাবেই ঈদ যাত্রা কে স্বস্তিদায়ক করতে এবং মানুষের ভোগান্তি থেকে বাঁচাতে এক ঝাঁক পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য সার্বক্ষণিক চন্দ্রাতে কাজ করে যাচ্ছেন।
তারপরও চন্দ্রাতে কিছু কিছু সময় যানজটের সৃষ্টি হয়। যানবাহনগুলো চন্দ্রা ক্রস করেই দ্রুতগতিতে উত্তরবঙ্গের লেন ধরে চলে যাচ্ছে কিন্তু এর উল্টো চিত্র দেখা গেছে উত্তরবঙ্গ থেকে যাত্রী বহনের জন্য ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা গাড়িগুলো পড়েছে তীব্র যান যানজটে। ন্যাশনাল ট্রাভেলস পরিবহনের সুপারভাইজার হৃদয় আহমেদ জানান, সকালে উত্তর বঙ্গ থেকে ছেড়ে এসে কালিয়াকৈরের বোর্ডঘর থেকে প্রায় দুই কিলোমিটার রাস্তা আসতে প্রায় দুই ঘন্টা লেগে গেল। কখন ঢাকা পৌঁছতে পারবো তার কোন নিশ্চয়তা নেই। এ বিষয়ে জানতে গাজীপুর জেলার নাওজোর হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেনকে মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.