নিজস্ব প্রতিবেদক,চট্রগ্রাম,:- বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে প্রতিবাদ আজ ৮ এপ্রিল বিকাল ৪ ঘটিকার সময় আন্দরকিল্লাস্হ কার্যালয়ে মানবাধিকার কর্মী সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় ও সহ-সভাপতি লোকমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব মানবাধিকার নেতা সাংবাদিক আকতার উদ্দিন রানা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মানবাধিকার ফোরাম চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক লায়ন সন্তোষ কুমার নন্দী, রাউজান প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শাহেদুর রহমান মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক জামাল হোসাইন, সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক নাসির উদ্দিন রকি, ফরিদা ইয়াসমিন, সাংবাদিক সঞ্জয় বড়ুয়া মুন্না ও মানবাধিকার কর্মী শয়ন দে অপূর্ব প্রমূখ।
বক্তারা এ গণহত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন ইসরায়েলের এই বর্বরোচিত গণহত্যা চরম মানবাধিকার লঙ্ঘন । জাতিসংঘ,
ওআইসি সহ বিশ্বের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই হত্যাযজ্ঞ বন্ধের জন্য ইসরায়েলকে চাপ প্রয়োগের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.