মোহাম্মদ জিহাদ,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে তৌহিদী জনতার আয়োজনে ২১ মার্চ শুক্রবার বাদ জুম্মা পৌর শহরের মিতালী হোটেলের সামনে চৌমাথা মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্বাধীনতাকামী ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতা ও গাজায় সন্ত্রাসী ইজরায়েলী ইহুদীদের বর্বর হামলার তীব্র নিন্দা এবং ভারতে ভয়াবহ মুসলিম নির্যাতন ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, যুদ্ধবিরতি লঙ্ঘন করে মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি বাহিনীর নির্বিচারে বিমান হামলা চালায়। এতে কমপক্ষে ৪০৪ জন নিহত, ৫৬২ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.