গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে তানোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:৩২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ৪ বার পড়া হয়েছে

প্রভাষক মো: এরশাদ আলী, স্টাফ রিপোর্টার:- যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েলি বাহিনীর শিশু সহ সকল প্রকার মুসলিমদের জঘন্য তম নৃশংস গণহত্যা ও উপর্যুপরি বিমান হামলার ঘটনায় আজ তানোর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে তানোর গোল্লাপাড়া বাজার থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অনেক মুসলিম জনসাধারণ অংশ নেন। মিছিলটি তানোর বাজারের প্রধান প্রধান সড়ক ও উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে তানোর থানা মোড়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার আমীর জনাব মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার সেক্রেটারি ডিএম আক্কাস আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার ওলামার সভাপতি জনাব সিরাজুল ইসলাম, জামাত নেতা প্রভাষক আনিসুর রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলাসী তানোর উপজেলার অন্যান্য নেতরা কথা বলেন। সকল বক্তারা ফিলিস্তিনি দের শান্তি ও মুক্তি কামনায় বিশ্বের সকল মুসলিম দের এক হয়ে কাজ করার আহব্বান জানান এবং আল্লাহর সাহায্য কামনা করেন। এই সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিররা উপস্থিত ছিলেন। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জামায়াতে ইসলামী ও শিবিরের নেতা কর্মী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।