নীলফামারী প্রতিনিধি: “গাছ আমাদের বাঁচিয়ে রেখেছে, তাই গাছ নিধন নয়, রোপনই হতে পারে বিশুদ্ধ শ্বাস নেয়ার একটা মাধ্যম” বলে মন্তব্য করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক।
রোববার (১৪জুলাই) সকালে জেলা পরিষদের বৃক্ষরোপন কর্মসুচী উদ্বোধন কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরোও বলেন, ১টি গাছ কাটলে, ন্যুনতম ৫টি গাছ লাগানো উচিৎ, কেননা, এই গাছই আমাদের বিশুদ্ধ অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে। বোনাস স্বরুপ পাচ্ছি গাছের ফল ও কাঠ। এছাড়াও বিভিন্ন ঔষধী গাছের ফল, পাতা, মুল ও ছাল সবটাই আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়”।
জেলা পরিষদের অর্থায়নে জেলা সদরের বিভিন্ন সড়কের পাশে ৩ হাজার ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপনের কর্মসূচী হাতে নিয়েছে নীলফামারী জেলা পরিষদ। এরই ধারাবাহিকতায় রোববার সকালে কুন্দপুকুর ইউনিয়নের সুটিপাড়াস্থ টেক্সটাইল থেকে খানসামাগামী সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জেলা পরিষদ’র সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম, প্রধান সহকারী আব্দুল হাই প্রমুখ।
প্রসঙ্গত: গেল ২০২৩-২৪ অর্থ বছরে জেলা পরিষদ’র বিভিন্ন খাত থেকে আয় এবং এডিপি থেকে প্রাপ্ত বরাদ্দ জেলার বিভিন্ন সামাজিক উন্নয়নের পাশাপাশি অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপসহ আর্থিক সহায়তা এবং অসুস্থ অসহায় মানুষদের হুইল চেয়ারসহ চিকিৎসার আর্থিক সহায়তার বন্দবস্ত করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.