স্টাফ রিপোর্টার:-
চট্টগ্রামের রাউজানে গাছে উঠে আম পাড়তে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে মো: ইয়াকুব (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। (১৫-মে) বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মইশকরম উরকিচর বাজারে পাশে এই ঘটনা ঘটে। নিহত যুবক উরকিচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মইশকরম ফজু খানের বাড়ির মৃত নরুল ইসলাম খাঁ ছেলে।
তিনি বাড়ির পাশে একটি মুরগির দোকান করতেন। ঐ মুরগির দোকানের পাশে থাকা আম গাছে আম পড়ার জন্য উঠেছিল। এসময় সেই পাশে থাকা ১১ হাজার বোল্টের বিদ্যুৎবাহী তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে নিছে পড়ে গেলে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন জানান, লোহার রড দিয়ে আম পাড়ার সময় সেই বিদ্যুৎবাহী তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে আম গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল ও ইউপি সদস্য সাজ্জাদ শাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, গাছে উঠে লোহার রড দিয়ে আম পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পর্শে ইয়াকুব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে স্থানীয় বাজারে মুরগীর দোকানী ছিল। তারা ৫ ভাইয়ের মধ্যে ইয়াকুব সবার ছোট ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.